রাঙামাটিতে আ. লীগ নেতাসহ ১২ জুয়াড়িকে জরিমানা

পার্বত্য শহর রাঙামাটিতে বিভিন্ন ক্লাবে অভিযান চালিয়ে জুয়া খেলার অপরাধে আওয়ামী লীগের এক নেতাসহ ১২ জনকে জরিমানা করেছে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা।

ফজলে এলাহী রাঙামাটিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Sept 2019, 07:54 PM
Updated : 20 Sept 2019, 07:54 PM

অর্থদণ্ডে দণ্ডিতদের মধ্যে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জমির উদ্দিন রয়েছেন।

শুক্রবার রাতে জেলা প্রশাসনের তিনজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। পুলিশ ও গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যরা অভিযানে অংশ নেন।

জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পল্লব হোম দাশ বলেন, “জুয়া ও মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়েছে।অভিযান অব্যাহত থাকবে। প্রকাশ্যে জুয়া আইন ১৮৬৭’র ৪ ধারায় এদের জরিমানা করা হয়।”
অভিযানে রাঙামাটি শহরের ব্রাদার্স স্পোটিং ক্লাব থেকে জমির উদ্দিনসহ ১১ জন এবং রাইজিং ক্লাব থেকে একজনসহ মোট ১২ জনকে ১০০ টাকা করে ১২০০ টাকা জরিমানা করা হয়।

অভিযানে খবর ছড়িয়ে পড়লে শহরেরর অন্যান্য ক্লাবগুলো জনশূন্য হয়ে পড়ে।