ফরিদপুরে দুই উপজেলায় যুবলীগের কমিটি গঠন

ফরিদপুরের দুই উপজেলার আওয়ামী যুবলীগের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।

ফরিদপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Sept 2019, 05:27 PM
Updated : 19 Sept 2019, 05:27 PM

গত রোববার যুবলীগের কেন্দ্রীয় চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী ও সাধারণ সম্পাদক মো. হারুনুর রশীদ স্বাক্ষরিত পত্রে দুই উপজেলার আহবায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়।

উপজেলা দুটি হলো বোয়ালমারী ও আলফাডাঙ্গা। প্রত্যেক উপজেলায় একজন আহবায়ক, দুইজন যুগ্ম আহবায়ক এবং ২২ জন সদস্য করা হয়েছে।

কমিটির অনুমোদন পত্রে আগামী তিন মাসের মধ্যে সংগঠনের গঠনতন্ত্র অনুসরণ করে উপজেলার সকল ইউনিয়ন ও ওয়ার্ডের কাউন্সিল সম্পন্ন করে উপজেলার সম্মেলন করার নির্দেশ দেওয়া হয়েছে।

বোয়ালমারীর নতুন দায়িত্বপ্রাপ্ত আহবায়ক মো. রফিকুল ইসলাম, যুগ্ম আহবায়ক মো. হান্নান মোল্লা ও চৌধুরী রায়হান রকি।

আলফাডাঙ্গা আহবায়ক হাসমত হোসেন তালুকদার তপন, যুগ্ম আহবায়ক কামরুল ইসলাম ও এস এম জানে আলম জনি।

ফরিদপুরের বোয়ালমারীর যুবলীগের আহবায়ক কমিটি গঠন করা হয় ২০১৭ সালের ১৩ মার্চে। এছাড়া আলফাডাঙ্গা উপজেলার কমিটি গঠন করা হয় ২০০৫-এর শেষ দিকে।

ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য মনজুর হোসেন বুলবুল নির্বাচনী এলাকার যুবলীগের দুই উপজেলা কমিটি গঠন প্রসঙ্গে বলেন, দলকে আরও সুসংগঠিত করার লক্ষ্যে নতুন নেতাদের দিয়ে আহবায়ক কমিটি করা হয়েছে।

দলীয় গঠনতন্ত্র অনুযায়ী নিদিষ্ট সময়ের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য তাদের নির্দেশনা দেওয়া হয়েছে বলে তিনি জানান।