সিরাজগঞ্জে চিকিৎসক পরিচয়ে প্রতারণার অভিযোগে একজন গ্রেপ্তার

সিরাজগঞ্জে চিকিৎসক পরিচয়ে প্রতারণার অভিযোগে এক ব্যক্তিকে পুলিশে দেওয়া হয়েছে বলে সিভিল সার্জন জানিয়েছেন।

সিরাজগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Sept 2019, 09:04 AM
Updated : 19 Sept 2019, 09:04 AM

সিরাজগঞ্জের সিভিল সার্জন জাহিদুল ইসলাম বলেন, মাসুদ ইকবাল নামে এই ব্যক্তিকে বৃহস্পতিবার সকালে পুলিশে দেওয়া হয়।

গ্রেপ্তার মাসুদ গাজীপুরের রাজেন্দ্রপুরের ইজ্জত আলীর ছেলে।

সিভিল সার্জন বলেন, মাসুদ জেলার বেলকুচি উপজেলার শেরনগরে ইউনাইটেড নামে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসক পরিচয়ে মানুষের সঙ্গে প্রতারণা করছেন বলে খবর পেয়ে সিভিল সার্জন দপ্তরের একটি দল তদন্ত করে। 

“তদন্তে প্রাথমিক সত্যতা পাওয়ার পর মাসুদকে ডেকে আনা হয়। তাকে জিজ্ঞাসাবাদে তথ্যের নানা গরমিল দেখা গেছে। তাছাড়া তার এমবিবিএস সার্টিফিকেটের ফটোকপিটি জাল বলে প্রমাণিত হয়েছে। তার নিবন্ধন নম্বরটিও ওয়েবসাইটে পাওয়া যায়নি।”

তাকে পুলিশে দেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, এ ঘটনায় সিভিল সার্জন দপ্তরের পক্ষ থেকে মামলা করা হয়েছে।