সাতক্ষীরায় তিনশ’ বছরের ঐতিহ্যবাহী গুড় পুকুরমেলার শুরু

সাতক্ষীরায় তিনশ’ বছরের ঐতিহ্যবাহী গুড় পুকুর মেলার শুরু হয়েছে।

সাতক্ষীরা প্রতিনিধি.বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Sept 2019, 08:31 AM
Updated : 19 Sept 2019, 08:31 AM

বৃহস্পতিবার সকালে শহীদ আব্দুর রাজ্জাক পার্কে অনুষ্ঠিত এ মেলার উদ্বোধন ঘোষণা করেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

মনসা ও বিশ্বকর্মা পূর্জা উপলক্ষে বাংলা সনের শেষ ভাদ্রে অনুষ্ঠিত এ মেলা মেলা বসে পৌর সভার পলাশপোল `গুড় পুকুর’র পাড়ে। পুকুরের নামানুসারে মেলার নামকরণ করা হয় “গুড় পুকুরের মেলা।”

সাতক্ষীরার জেলা প্রশাসন ও পৌরসভার আয়োজনে ১৫ দিন ব্যাপী এ মেলা উপলক্ষে শহর জুড়ে নেওয়া হয়েছে নানা প্রস্তুতি। শহীদ আব্দুর রাজ্জাক পার্ককে সাজানো হয়েছে। এ পার্কের পুরো জায়গা জুড়ে  তিন শতাধিক স্টল করা হয়েছে।

মেলায় আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ ও ম্যাজিস্ট্রেটের পাশাপাশি র‌্যাবের টহল, আনছার ভিডিপি, স্কাউট, রোভার স্কাউট ও স্থায়ী স্বেচ্ছাসেবক নিয়োগ থাকবে।

শহরের পলাশপোল হাইস্কুলের সামনে লৌহজাত সমগ্রী, বাঁশ-বেতের তৈরি জিনিসপত্র এবং প্রাণ সায়ের খালের পশ্চিম তীরে কাঠের আসবাবপত্রের পশরা বসেছে। এছাড়াও থাকছে বিভিন্ন প্রকার ফলজ, বনজ ও ভেষজ ও পাতা বাহার গাছের সমাহার।