স্কুলে যাওয়ার পথে ট্রাক্টর চাপায় প্রাণ গেলো ২ শিক্ষার্থীর

কিশোরগঞ্জের করিমগঞ্জে স্কুলে যাওয়ার পথে ট্রাক্টরের চাপায় সাইকেল আরোহী দুই কিশোরের প্রাণ গেছে।    

কিশোরগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Sept 2019, 09:31 AM
Updated : 18 Sept 2019, 09:31 AM

বুধবার সকাল সাড়ে ৯টার দিকে করিমগঞ্জ-দেহুন্দা সড়কের লাখপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো কিরাটন ফকিরপাড়া গ্রামের মিজানুল হক খোকনের ছেলে মাহিল (১২) এবং একই গ্রামের প্রতিবেশী মাবুল মিয়ার ছেলে রাজন (১২)।

প্রত্যক্ষদর্শীদের বরাতে করিমগঞ্জ থানার ওসি মমিনুল ইসলাম বলেন, সকালে একই বাইসাইকেলে চড়ে রাজন ও মাহিন বাড়ি থেকে স্কুলে যাচ্ছিল। পথে ইটবোজাই একটি ট্রাক্টর সাইকেলটিকে পেছন দিক থেকে চাপা দিলে তারা গুরুতর আহত হয়।

“আশাপাশের লোকজন তাদের উদ্ধার করে করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক রাজনকে মৃত ঘোষণা করে।পরে কিশোরগঞ্জ হাসপাতালে মাহিনের মৃত্যু হয়।”  

দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে দেহুন্দা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করে এবং ট্রাক্টরটিতে আগুনে দেয় বলে জানান ওসি।

তিনি বলেন, ট্রাক্টরটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে। নিহত দুই ছাত্রের লাশ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।