ময়মনসিংহের ফুলবাড়িয়ায় থেকে এক দম্পতির লাশ উদ্ধার করেছে পুলিশ।
Published : 17 Sep 2019, 02:17 PM
এরা হলেন উপজেলার ভবানীপুর ইউনিয়নের কান্দানিয়া গ্রামের ঈমান আলী (৪৫) ও তার স্ত্রী আকলিমা আক্তার (৪৫)।
ফুলবাড়িয়া থানার ওসি ফিরোজ তালুকদার বলেন, “মঙ্গলবার সকাল ১০টার দিকে স্থানীয়দের কাছে খবর পেয়ে পুলিশ গিয়ে জাম গাছে ঝুলন্ত অবস্থায় ঈমানের লাশ এবং ঘরের সামনে পুকুর থেকে আকলিমার ভাসমান লাশ উদ্ধার করে।”
পারিবারিক কলহের জেরে এই হত্যাকাণ্ড ঘটনা ঘটানো হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা এ পুলিশ কর্মকর্তার।
ভবানীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহীনূর রহমান জীবন মল্লিক বলেন, ঈমান ও আকলিমার সংসারে তিন ছেলে সন্তান রয়েছে।বিয়ের পর থেকে স্বামী-স্ত্রীর মধ্যে কলহ চলছিল।
তিনি বলেন, “ঈমান তার স্ত্রীকে হত্যার পর নিজে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।”
লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানান ওসি।