খুলনায় বিচারকের সিল-সই জাল, পেশকার আটক

খুলনার মুখ্য মহানগর হাকিম আদালতের বিচারকের সিল-সই জাল করার অভিযোগে এক পেশকারকে আটক করেছে পুলিশ।

খুলনা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Sept 2019, 07:01 AM
Updated : 17 Sept 2019, 07:01 AM

সদর থানার এসআই আবু সাইদ জানান, সোমবার সন্ধ্যায় সার্কিট হাউজ এলাকা থেকে ৪ নম্বর আদালতের পেশকার শেখ মোস্তাক আহমেদকে আটক করা হয়।

মোস্তাক বাগেরহাটের ফকিরহাট উপজেলার ধনপুতা গ্রামের নিজামউদ্দিন শেখের ছেলে।

এসআই সাইদ মামলার নথির বরাতে বেলেন, খুলনা শহরের কেশবলাল রোডের আব্দুল ওয়াদুদ মোল্লার মেয়ে হীরা খানমের কাছ থেকে ব্যবসার জন্য ২৯ লাখ টাকা ধার নেন শেখ রাজিব (৩২) নামে এক ব্যক্তি। টাকা ফেরত না দেওয়ায় গত বছর ৩ অক্টোবর রাজিব ও তার স্ত্রীর বিরুদ্ধে দৌলতপুর থানায় মামলা করেন হীরা খানম।

‘গত ৩ সেপ্টেম্বর মামলা শুনানির দিনে দেখা যায়, রাজিব ৪ নম্বর আদালত থেকে জামিনের বিপরীতে যে রি-কল নিয়েছেন তা ঠিক নয়। বিষয়টি তদন্ত করলে ভুয়া প্রমাণিত হয়। আসামি রাজিবও তা আদালতে স্বীকার করেছেন। এররপর পেশকার শেখ মোস্তাক আহমেদকে আটক করা হয়।”

ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।