ময়মনসিংহে কুপিয়ে পঙ্গু করার দায়ে একজনের যাবজ্জীবন

ময়মনসিংহ মেডিকেল কলেজের শিক্ষার্থী ত্বকীকে কুপিয়ে পঙ্গু করার মামলায় একজনের যাবজ্জীবন দিয়েছে আদালত।

ময়মনসিংহ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Sept 2019, 11:48 AM
Updated : 16 Sept 2019, 12:37 PM

ময়মনসিংহের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মুহাম্মদ নূরুল আমীন বিপ্লব সোমবা এ রায় ঘোষণা করেন।

এছাড়া আসামিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে আদালত। জরিমানা না দিলে তাকে আরও ছয় মাস কারাগারে থাকতে হবে।

রায় ঘোষণার সময় আসামি আবু সাঈদ লিমন আদালতে ছিলেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী সঞ্জিত কুমার সরকার মামলার নথির বরাতে বলেন, ২০১৪ সালের ১৪ জুন জমির বিরোধের জেরে ময়মনসিংহ মেডিকেল কলেজের চতুর্থ বর্ষের শিক্ষার্থী রেজা হাসান ত্বকীকে কুপিয়ে আহত করা হয়। স্থানীয়রা তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ও সিঙ্গাপুর নিয়ে চিকিৎসা দেওয়া হয়।

”এ ঘটনার পর থেকে ত্বকী মানসিক ভারসাম্যহীন। তাছাড়া তার একটি হাতে সমস্যা রয়েছে।”

এ ঘটনায় ত্বকীর ভগ্নিপতি কবির হোসেন কোতোয়ালি থানায় মামলা করেন। তদন্ত শেষে পুলিশ  লিমনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়।

আইনজীবী সঞ্জিত বলেন, সাক্ষ্য-প্রমাণ শেষে আদালত লিমনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়ার পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমানা করেছে। বাদী ন্যায় বিচার পেয়েছেন।