কুষ্টিয়ায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন

কুষ্টিয়ায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন দিয়েছে আদালত।

কুষ্টিয়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Sept 2019, 10:33 AM
Updated : 16 Sept 2019, 10:33 AM
কুষ্টিয়ার জেলা ও দায়রা জজ অরুপ কুমার গোস্বামী সোমবার এই রায় ঘোষণা করেন।

এছাড়া আদালত তাকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে। জরিমানা না দিলে তাকে আরও এক বছর কারাগারে থাকতে হবে।

সাজাপ্রাপ্ত মো. মিল্টন (৩০) জেলার দৌলতপুর উপজেলার দৌলতখালী গ্রামের খোসবার আলীর ছেলে।

রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।

ওই আদালতের পিপি অনুপ কুমার নন্দী মামলার নথির বরাতে জানান, গত বছর ১৯ এপ্রিল হেরোইন বিক্রির সময় মিল্টনকে আটক করে পুলিশ। তার কাঠে পলিথিনে মোড়ানো ৬০ গ্রাম হেরোইন ছিল।

এ ঘটনায় দৌলতপুর থানার এসআই শরিফুল ইসলাম ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। তদন্ত শেষে পুলিশ তার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়।

পিপি অনুপ বলেন, সাক্ষ্য-প্রমাণ শেষে আদালত মিল্টনকে দোষী সাব্যস্ত করে এই রায় দিয়েছে। রায় ঘোষণার পর তাকে কারাগারে পাঠানো হয়েছে।