নড়াইলে পুলিশ পেটানোর ঘটনায় ভাইস চেয়ারম্যানসহ ৩ জন কারাগারে

নড়াইলের ট্রাফিক পুলিশের এক পরিদর্শকসহ চারজনকে পিটিয়ে আহত করার ঘটনায় সদর উপজেলা ভাইস চেয়ারম্যান তোফায়েল মাহমুদ তুফানসহ তিনজনকে গ্রেপ্তার  করেছে পুলিশ।

নড়াইল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Sept 2019, 09:41 AM
Updated : 16 Sept 2019, 10:09 AM

এ ঘটনায় গ্রেপ্তার বাকিরা হলেন- নড়াইল পৌরসভার আলাদাতপুর এলাকার নাজমুল ও মেহেদী।

জেলা সদর থানার ওসি ইলিয়াস হোসেন জানান, সোমবার সকালে মনিরুজ্জামান বাদী হয়ে জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি তোফায়েল মাহমুদ তুফানসহ নয়জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরও কয়েকজনের বিরুদ্ধে মামলা করেন।

মামলায় সরকারি কাজে বাধা, বিশৃঙ্খলা সৃষ্টি, বলপ্রয়োগ এবং পুলিশ পেটানোর অভিযোগ আনা হয়েছে বলে জানান তিনি।

তুফানের আইনজীবী ওমর ফারুক জানান, সোমবার তুফানসহ তিনজনের পক্ষে নড়াইল সদর আমলি আদালতে জামিন আবেদন করা হয়। শুনানি শেষে বিচারক জাহিদুল আজাদ তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।  

এছাড়া জামিন শুনানির জন্য ১৭ সেপ্টেম্বর দিন ঠিক করা হয়েছে বলে জানান তিনি।

এর আগে রোববার সন্ধ্যায় নড়াইল পুরান বাস টার্মিনাল ট্রাফিক মোড়ে সড়কে মনিরুজ্জামানসহ কর্তব্যরত চার ট্রাফিক পুলিশের উপর তুফানের নেতৃত্বে হামলা চালানো অভিযোগ ওঠে।

ঘটনার বর্ণনায় ট্রাফিক পুলিশ পরিদর্শক (অপারেশন্স) জিহাদ হাসান সাংবাদিকদের জানিয়েছিলেন, ঘটনাস্থলে বেপরোয়া মোটর সাইকেল চালক এক তরুণকে আটক করে ট্রাফিক পুলিশ। বাইকটির কাগজপত্রও ছিল না।

“পরে কাগজপত্রহীন গাড়িটি ছেড়ে দেওয়ার জন্য উপজেলা ভাইস চেয়ারম্যান প্রথমে ট্রাফিক পুলিশকে ফোন করে। পরে তুফানপরে সদলবলে এসে কর্তব্যরত ট্রাফিক পুলিশ সদস্যদের উপর ঝাঁপিয়ে পড়েন।”

এ ঘটনায় আহত অন্য ট্রাফিক সার্জেন্ট শাহ জালাল, টিএসআই সরোয়ার আলম এবং কনস্টেবল নজরুলকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

জেলার পুলিশ সুপার মোহাম্মদ জসিমউদ্দিন জানান, পুলিশ জনগণের স্বার্থে কাজ করে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।