কক্সবাজারে সন্দেহভাজন দুই মাদক চোরাকারবারি গুলিতে নিহত

কক্সবাজারে ‘গোলাগুলির’ দুই ঘটনায় সন্দেহভাজন দুই মাদক চোরাকারবারির নিহত হওয়ার খবর দিয়েছে পুলিশ।

কক্সবাজার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Sept 2019, 08:38 AM
Updated : 16 Sept 2019, 10:12 AM

এদের মধ্যে একজন গ্রেপ্তার হওয়ার পর সোমবার ভোরে কক্সবাজার শহরের কলাতলী কাটা পাহাড় এলাকায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন।  

অন্যজন কক্সবাজার সমুদ্র সৈকতের কবিতা চত্বর এলাকায় ‘দুই দল মাদক বিক্রেতার’ গোলাগুলিতে নিহত হয়েছেন বলে পুলিশের ভাষ্য।  

কলাতলী কাটা পাহাড় এলাকায় নিহত রিফাত আহমদের (২৫) বাড়ি কক্সবাজার শহরের বাহারছড়া এলাকায়।

সদর থানার ওসি মো. ফরিদ উদ্দিন খন্দকার বলছেন, রিফাতের বিরুদ্ধে মাদক আইনের তিনটি মামলা রয়েছে থানায়

নিহত অন্যজনের বয়স আনুমানিক বয়স ৩০ বছর বলে পুলিশ ধারণা দিলেও তার নাম-পরিচয় জানাতে পারেনি। 

ওসি বলেন, রোববার রাতে রিফাতকে গ্রেপ্তার করার পর জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ তাকে নিয়ে ভোরে কলাতলীর কাটা পাহাড় এলাকায় অস্ত্র উদ্ধার অভিযানে যায়।

“এ সময় রিফাতের সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি করলে আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি করে। পরে ঘটনাস্থলে রিফাতকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।”

তাকে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানান ওসি।

পুলিশ ঘটনাস্থল থেকে একটি বন্দুক ও দুটি গুলি উদ্ধার করেছে বলেও তথ্য দিয়েছেন তিনি।  

কক্সবাজার সমুদ্র সৈকতের কবিতা চত্বরের ঘটনার বর্ণনায় ওসি বলেন, ভোরে ‘গোলাগুলির’ খবর পেয়ে পুলিশের একটি দল সেখানে যায়। পরে সেখানে একজনের গুলিবিদ্ধ লাশ পড়ে থাকতে দেখা যায়।

“ঘটনাস্থলে একটি বন্দুক, তিনটি গুলি ও ২০০ ইয়াবা পাওয়া গেছে। মাদক বিক্রেতাদের মধ্যে গোলাগুলিতে সে নিহত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।”

নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানিয়েছেন ওসি।