সুদ দিতে না পারায় আটকাবস্থায় বৃদ্ধের মৃত্যু

নাটোরের গুরুদাসপুরে সুদের টাকা দিতে না পারায় পাওনাদারের বাড়িতে আটক থাকার তৃতীয় দিনে মারা গেছেন এক বৃদ্ধ।

নাটোর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 Sept 2019, 01:14 PM
Updated : 15 Sept 2019, 01:22 PM

এ ঘটনায় রোববার সকালে অভিযুক্ত বামনকোলা গ্রামের তৈয়ব আলীর ছেলে মো. তারেক (৩০) ও তার শ্বশুর জ্ঞানদানগর গ্রামের মৃত বাদল মন্ডলের ছেলে রুহুল আমিনকে (৬৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

নিহত ছহির উদ্দিন সরকার (৬৫) গুরুদাসপুর উপজেলার চাঁচকৈড় তাড়াশিয়াপাড়া গ্রামের মৃত রহমান সরদারের ছেলে।

গুরুদাসপুর থানার ওসি মোজাহারুল ইসলাম জানান, ময়না তদন্তের জন্য লাশ নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

“ময়না তদন্ত প্রতিবেদন ও তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।”

পুলিশ জানায়, তারেক মৃত ছহির উদ্দিনের কাছে সুদে আসলে ৭৯ হাজার টাকা পেতেন। টাকা দিতে না পারায় ছহিরকে উপজেলার জ্ঞানদানগর গ্রামের তারেকের শ্বশুর বাড়িতে আটক রাখেন।  ১২ সেপ্টেম্বর আটক রাখার তিনদিন পর শনিবার রাতে ছহির উদ্দিন মারা যান।

এ ঘটনায় ছহিরের ছেলে সাইফুল ইসলাম গুরুদাসপুর থানায় বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন।