বাংলাবান্ধা বন্দরে আধুনিক প্রযুক্তি ‘বসাচ্ছে’ বিজিবি

পঞ্চগড়ের তেঁতুলিয়ার বাংলাবান্ধা স্থলবন্দরের আধুনিক প্রযুক্তি শিগগিরই বসাবে বলে জানিয়েছে বিজিবি।

পঞ্চগড় প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 Sept 2019, 12:17 PM
Updated : 15 Sept 2019, 12:17 PM

রোববার দুপুরে বন্দরের ‘বিদ্যমান সমস্যা ও সফলতা অর্জনে করণীয়’ শীর্ষক এক সেমিনারে বিজিবির ঠাকুরগাঁও সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ শামছুল আরেফীন জানান, এসব আধুনিক প্রযুক্তির মধ্যে থাকছে সিসি ক্যামেরা, বডি ও ব্যাগ স্ক্যানার ও প্রশিক্ষিত কুকুরও।

“এরকম সেবা চালু হলে যাত্রীদের হয়রানি যেমন কমবে তেমনি অপরাধ ও চোরাচালানও রোধ করা সম্ভব হবে ।”

সেমিনারে পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল খন্দকার আনিসুর রহমান সীমান্তে চোরাচালান রোধ, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ, অবৈধ অনুপ্রবেশ বন্ধসহ বিদেশগামীদের যাতায়াত সহজতর করতে সমন্বিতভাবে কাজ করার তাগিদ দেন।

সেমিনারে স্থলবন্দর সীমান্ত দিয়ে কীভাবে ব্যবহৃত জিনিসপত্রের সাথে চোরাচালান হয় তা হাতে কলমে উপস্থাপন করেন বিজিবির হাবিলদার লুৎফর রহমান।

সেমিনারে অন্যদের মধ্যে স্থলবন্দরের রাজস্ব কর্মকর্তা ইছাহাক আলী, স্থলবন্দর ইমিগ্রেশনের ওসি ইজার উদ্দীন, বাংলাবান্ধা ল্যান্ডপোর্ট লিমিটেডের ব্যবস্থাপক মামুন সোবহান প্রমুখ বক্তব্য দেন।

বাংলাবান্ধা বিওপিতে পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়ন আয়োজিত ওই সেমিনারে বিজিবি সদস্য ছাড়াও বাংলাবান্ধা স্থলবন্দর, ইমিগ্রেশন পুলিশ ও কাস্টমসের প্রতিনিধিসহ গণমাধ্যম কর্মীরা অংশ নেন।