নোয়াখালীতে অন্তঃসত্ত্বা ও তার কন্যাকে হত্যা

নোয়াখালীতে পারিবারিক কলহের জেরে অন্ত:সত্ত্বা এক গৃহবধূ ও তার তিন বছরের মেয়েকে শ্বাসরোধ হত্যার অভিযোগ উঠেছে।

নোয়াখালী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 Sept 2019, 09:57 AM
Updated : 15 Sept 2019, 09:57 AM

সদর উপজেলার আন্ডারচর ইউনিয়নের কাজির চর গ্রামে শনিবার রাতে এ ঘটনা ঘটে বলে সুধারাম মডেল থানার ওসি মো. নবীর হোসেন জানান।

নিহতরা হল কাজির চর গ্রামের আইউব আলীর ছেলে মো. সুমনের (৩২) স্ত্রী ফারহানা আক্তার পান্না ও এ দম্পতির তিন বছরের মেয়ে  শারমিন আক্তার।

এ ঘটনায় জড়িত অভিযোগে ফারহানার শ্বশুর আইয়ুব আলীকে আটক করেছে পুলিশ।

পান্নার বাবা সদর উপজেলার কালাদরাপ ইউনিয়নের পশ্চিম শুল্লকিয়া গ্রামের আবুল কালাম বলেন, তার মেয়ের সঙ্গে কাজির চর গ্রামের আইউব আলীর ছেলে সুমনের সঙ্গে বিয়ের পর থেকে শ্বশুর বাড়িতে নানা অজুহাতে পান্নার ওপর নির্যাতন চালানো হতো।

“এর জেরে শনিবার দুপুরে উপজেলার শ্বশুর, দেবর ও ননদ মিলে পান্নাকে মারধরের পর গলাটিপে হত্যা করে। এ সশয় পান্নার শিশু সন্তান শারমিন আক্তার কান্নাকাটি করলে করলে তাকেও শ্বাসরোধে হত্যা করে তারা।”

ওসি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।