কুমিল্লায় উল্টো পথে আসা বাসের চাপায় ৩ বাইক আরোহী নিহত

কুমিল্লায় পদুয়াবাজারে মহাসড়কে উল্টো পথে আসা একটি বাসের চাপায় এক মোটর সাইকেলের তিন আরোহীর মৃত্যু হয়েছে।

কুমিল্লায় প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 Sept 2019, 08:52 AM
Updated : 15 Sept 2019, 09:49 AM

ময়নামতি হাইওয়ে পুলিশের ওসি আলমগীর হোসেন জানান, রোববার বেলা ১২টায় পদুয়াবাজার বিশ্বরোডে পল্লীবিদ্যুৎ কার্যালয়ের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সদর দক্ষিণ উপজেলার লালমতি গ্রামের হুমায়ুন মেম্বারের ছেলে তৌফিক আহমেদ সজল (২৬), একই গ্রামের আবদুল লতিফের ছেলে কাজল হোসেন (২৮) এবং ওই উপজেলার সানন্দা গ্রামের সাদেক হোসেনের ছেলে মো. শাহীন (২৫)।

ওসি বলেন, পদুয়াবাজার এলাকার হোটেল নূরজাহানে শ্যামলী পরিবহণের বাসগুলো যাত্রা বিরতি করে। পরে চট্টগ্রামগামী বাসগুলোকে কিছুটা পথ উল্টো গিয়ে ইউটার্ন নিয়ে নির্ধারিত সড়কে উঠতে হয়।  

“শ্যামলী পরিবহনের ওই বাসটি উল্টো পথে যাবার সময় বিপরীত দিক থেকে আসা একটি মোটর সাইকেলেকে চাপা দিলে এ দুর্ঘটনা ঘটে।”

দুর্ঘটনার পর তিন আরোহীকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন বলে জানান এ পুলিশ কর্মকর্তা। 

দুর্ঘটনার পর বাস ও চালক আমিনুল হককে আটক করে পুলিশ। আমিনুলের বাড়ি নারায়নগঞ্জ জেলায়।

এলাকাবাসী জানান, হোটেল নূরজাহানে প্রবেশ করতে চট্টগ্রামমুখী গাড়িগুলো উল্টো পথে ঢুকে এবং বের হয়। এতে প্রায়ই এখানে দুর্ঘটনা ঘটে।

সদর দক্ষিণ উপজেলা চেয়ারম্যান জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গোলাম সারোয়ার বলেন, নিহতদের মধ্যে কাজল ও সজল উপজেলার বিজয়পুর ইউনিয়ন ছাত্রলীগ নেতা ছিলেন। ছাত্রলীগের  একটি অনুষ্ঠান থেকে ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।