কক্সবাজারে কথিত বন্দুকযুদ্ধে ‘রোহিঙ্গা ডাকাত’ নিহত

কক্সবাজারের টেকনাফে কথিত বন্দুকযুদ্ধে ছয় মামলার আসামি এক রোহিঙ্গা ডাকাত নিহত হওয়ার খবর জানিয়েছে পুলিশ।

কক্সবাজার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 Sept 2019, 07:15 AM
Updated : 15 Sept 2019, 07:15 AM

উপজেলার নয়াপাড়ার মোচনী রোহিঙ্গা ক্যাম্পের পাশে শনিবার রাতে গোলাগুলির ওই ঘটনা ঘটে বলে টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাশ জানান।

নিহত হাবিব উল্লাহ (৪০) টেকনাফের হ্নীলা ইউনিয়নের মোচনী রোহিঙ্গা ক্যাম্পের আলী আহমদের ছেলে।

ওসির দাবি, হাবিব একজন ‘চিহ্নিত ডাকাত’।তার বিরুদ্ধে ডাকাতি, হত্যা ও অপহরণসহ বিভিন্ন অভিযোগে ছয়টির বেশি মামলা রয়েছে।

ঘটনার বর্ণানায় এ পুলিশ কর্মকর্তা বলেন, শনিবার রাতে টেকনাফের জাদিমুরা শালবাগান রোহিঙ্গা ক্যাম্পের পাশের পাহাড়ি এলাকায় ডাকাতির প্রস্তুতির খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালায়।

এ সময় ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে গুলি করলে পুলিশও আত্মরক্ষায় পাল্টা গুলি করে।

এক পর্যায়ে ডাকাতরা পালিয়ে যাওয়ার সময় ঘটনাস্থল থেকে হাবিবকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যে রাত সাড়ে ১২ টায় নয়াপাড়া মোচনী ক্যাম্পের পাশের পাহাড়ে পুলিশ অস্ত্র উদ্ধারে যায়।

ওসির ভাষ্য, সেখানে ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয় দফায় গুলি করে।এ সময় পুলিশ গুলি ছুড়লে হাবিব গুলিবিদ্ধ হয়। পরে তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় হাবিবের মৃত্যু হয়।”

এ সময় পুলিশের দুই সদস্য আহত হলে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।এছাড়া ঘটনাস্থল থেকে দুটি দেশীয় বন্দুক, দশটি গুলি ও গুলির খালি খোসা উদ্ধার করা হয় বলে জানান তিনি।