গাজীপুরে ট্রেনে কাটায় সাবেক স্বাস্থ্য পরিদর্শকের মৃত্যু

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে নীলফামারির সাবেক এক স্বাস্থ্য পরিদর্শকের মৃত্যু হয়েছে।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Sept 2019, 05:38 PM
Updated : 14 Sept 2019, 05:38 PM

শনিবার জয়দেবপুর রেলওয়ে জংশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত যোগেন্দ্র চন্দ্র রায় (৬৫) নীলফামারি সদরের থানাপাড়া এলাকার ভেলসা রায়ের ছেলে।

তিনি গাজীপুর মহানগরের মাধববাড়ির পরিবার নিয়ে বসবাস করতেন এবং আশাপূর্ণ মাল্টি পারপাস কো-অপারেটিভ নামের একটি প্রতিষ্ঠানে চাকরি করতেন।

জয়দেবপুর রেলওয়ে জংশনের এএসআই সান মং মারমা বলেন, বিকাল পৌনে ৫টার দিকে জয়দেবপুর জংশনের উত্তর পাশে প্লাটফর্মের রেলপথ পার হওয়ার সময় রাজশাহীগামী চাঁপাই এক্সপ্রেসের নিচে কাটা পড়েন তিনি। তার দুই পা হাঁটুর নিচ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে।

“তাকে উদ্ধার করে শহীদ তাজ উদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।”

তিনি নীলফামারী সিভিল সার্জন অফিসের সাবেক স্বাস্থ্য পরিদর্শক ছিলেন। সেখানকার চাকরি থেকে অবসরে যাওয়ার পর তিনি গাজীপুরে চলে আসেন। এখানে স্থানীয় আশাপূর্ণ মাল্টিপারপাস কো-অপারেটিভ-এ চাকরি নেন।

তার ছেলে নিকুচি বল্লব রায় তমাল গাজীপুর ডায়াবেটিস সেন্টারের চিকিৎসক।