ডেঙ্গুতে সিরাজগঞ্জের নারীর মৃত্যু

সিরাজগঞ্জে ডেঙ্গু রোগে এক নারীর মৃত্যু হয়েছে।

সিরাজগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Sept 2019, 01:02 PM
Updated : 14 Sept 2019, 01:18 PM

শুক্রবার রাতে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) তার মৃত্যু হয়।

মৃত নিলুফার ইয়াসমিন (৫৬) সিরাজগঞ্জ শহরের রহমতগঞ্জ মহল্লার মৃত নুরুল ইসলামের স্ত্রী।

নিলুফারের ছেলে সুমন জানান, বুধবার ডেঙ্গু জ্বরে আক্রান্ত হলে তার মা নিলুফার ইসলামকে শহরের বেসরকারি নর্থবেঙ্গল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে দুদিন চিকিৎসা নেওয়ার পর অবস্থার অবনতি হতে থাকে।

“শুক্রবার রাতে চিকিৎসকরা তাকে ঢাকায় নেওয়ার পরামর্শ দেন। রাতেই তাকে ঢাকার সিএমএইচে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক এম এম মাসুদ তাকে মৃত ঘোষণা করেন।”

নর্থবেঙ্গল মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিনি বিভাগের সহকারী রেজিস্ট্রার এস এম নাজিম ওয়াহিদ উল্লাহ বলেন, “নিলুফার ইয়াসমিনের রক্তে প্লাটিলেট একেবারে কমে যাওয়ায় তাকে ঢাকার সিএমএইচে রেফার্ড করা হয়েছিল।”

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালেও ডেঙ্গু আক্রান্ত এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার সকাল ১০টার দিকে রওশন আরা (৫৫) নামে এই নারীর মৃত্যু হয়।

শুক্রবার পর্যন্ত স্বাস্থ্য অধিদপ্তরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ, গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) ডেঙ্গু সন্দেহে ২০৩টি মৃত্যুর তথ্য এসেছে। এর মধ্যে ১০১টি পর্যালোচনা করে ৬০ জনের ডেঙ্গুতে মৃত্যু নিশ্চিত করেছে আইইডিসিআর।