ফেনীতে এসপির গাড়ি উল্টে দেহরক্ষী নিহত

ফেনীতে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি উল্টে পুলিশ সুপারের দেহরক্ষী নিহত হয়েছেন; এছাড়া এ দুর্ঘটনায় আহত হয়েছেন পুলিশ সুপারসহ তিনজন।

ফেনী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 Sept 2019, 05:00 PM
Updated : 13 Sept 2019, 05:02 PM

ফেনী শহর পুলিশ ফাঁড়ির পরিদর্শক সুদীপ রায় জানান, শুক্রবার রাত ৮টার দিকে সদর উপজেলার লেমুয়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. আজহারুলের (৩০) বাড়ি কুড়িগ্রাম জেলায়।

আহতরা হলেন পুলিশ সুপার খোন্দকার নূরুন্নবী, জ্যেষ্ঠ অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামান ও পুলিশ সুপারের গাড়ির চালক মং সাঁই চাকমা।

পরিদর্শক সুদীপ বলেন, পুলিশ সুপার সদর উপজেলার বোগদাদীয় পুলিশ তদন্তকেন্দ্র পরিদর্শন শেষে ফেনী ফিরছিলেন। পথে চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি উল্টে যায়। খবর পেয়ে ফেনী হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে জেলা শহরের শহীদ শহীদুল্লাহ কায়সার সড়কে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক আজহারুলকে মৃত ঘোষণা করেন।

আহত গাড়িচালক মং সাই চাকমাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে জানিয়ে তিনি বলেন, অন্যদের ওই হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।