সাগরে ট্রলার ডুবে পিরোজপুরের ৬ জেলে নিখোঁজ

ঝড়ের মধ্যে বঙ্গোপসাগরে ট্রলার ডুবে ছয় জেলে নিখোঁজ হয়েছে বলে ট্রলার মালিক জানিয়েছেন।

পিরোজপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 Sept 2019, 03:31 PM
Updated : 13 Sept 2019, 03:31 PM

জেলার পাড়েরহাট মৎস্য বন্দরের ট্রলারমালিক ইকবাল মিয়া বলেন, ফিরে আসা ট্রলারচালক ও অন্য জেলেদের কাছে তিনি এই খবর পেয়েছেন।

গত মঙ্গলবার তার ট্রলারটি সাগরে মাছ ধরতে যায় জানিয়ে তিনি বলেন, “ট্রলারটিতে চালক ছাড়াও ১৮ জন জেলে ছিলেন। বুধবার বিকেল থেকে আবহাওয়া খারাপ হতে থাকে। ট্রলারটি গভীর সাগর থেকে কুয়াকাটায় ফেরার সময় ফেয়ারওয়ে বয়ার কাছাকাছি এলে ঢেউয়ের আঘাতে তলা ফেটে ডুবে যায়।

“এ সময় ছয় জেলে নিখোঁজ হন। অন্যদের এফবি অনিমা নামের একটি ট্রলার উদ্ধার করে।”

শুক্রবার সন্ধ্যা পর্যন্ত নিখোঁজ জেলেরা কেউ ফিরে আসার খবর মেলেনি বলে জানান ইকবাল মিয়া।

তার দেওয়া তথ্যমতে, নিখোঁজ জেলেরা হলেন- ফায়েক (২৮), মনির (১৭), হানিফা (১৭), সঞ্জয় (৩০), আনোয়ার (৪৬) ও বাদশাহ (৩৫)। তাদের চারজনের বাড়ি পিরোজপুর সদর উপজেলার শংকরপাশা ইউনিয়নে, একজনের বাড়ি সিকদারমল্লিক ইউনিয়নে আর অন্যজনের বাড়ি পাশের নাজিরপুর উপজেলার শেখ মাটিয়া ইউনিয়নে।

এদিকে পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে তাদের পরিবারের সদস্যরা।