গাজীপুরের হোটেলে বিস্ফোরণ গ্যাস থেকে: তদন্ত কমিটি

গাজীপুর নগরীর বোর্ডবাজারে হোটেলে গ্যাস বিস্ফোরণ থেকে ভবনে ধসের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে তদন্ত কমিটি।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 Sept 2019, 01:09 PM
Updated : 12 Sept 2019, 02:31 PM

বৃহস্পতিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা বলেন  তদন্ত কমিটির প্রধান গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. শাহিনুর ইসলাম।

শাহিনুর ইসলাম বলেন, তদন্ত শেষে সকল বিষয় বিশ্লেষণ করে চূড়ান্ত  রিপোর্ট পেশ করা হবে। ইতিমধ্যে র‌্যাব-১-এর বিস্ফোরক বিশেষজ্ঞ দল ঘটনাস্থল পরিদর্শন করে নমুনা সংগ্রহ করেছে।

“তবে বিস্ফোরক বিশেষজ্ঞদের তদন্তে প্রাথমিকভাবে জানা গেছে হোটেলের ভেতরে বিভিন্ন উৎস থেকে নির্গত হওয়ার পর জমে থাকা গ্যাসই ওই বিস্ফোরণের কারণ।”

দলের সঙ্গে থানা প্রধান বিস্ফোরক পরিদর্শক মো. সামসুল আলম বলেন, “কোনো কক্ষের বাতাসে মিথেন ও এলপিজি গ্যাসের ঘনত্ব ২ শতাংশ থেকে ৮ শতাংশ হলেই এ ধরনের বিস্ফেরণ ঘটতে পারে।”  

গত ৮ সেপ্টেম্বর মধ্যরাতে বোর্ডবাজরে তিনতলা ভবনের নিচতলায় থাকা ‘বাংলার রাঁধুনী’ হোটেলে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে তিনতলা ভবনের নিচতলায় থাকা রাঁধুনী হোটেল এবং পাশের চারতলা ভবনের নিচতলায় থাকা ‘তৃপ্তি রেস্টুরেন্ট’-এর দেয়াল ধসসহ বিভিন্ন মালামাল ক্ষতিগ্রস্ত হয়। রাঁধুনী হোটেল ভবনের আশপাশে দোকানপাট ও দোতলায় থাকা আইএফআইসি ব্যাংক গেইটসহ জানালা-দরজা ক্ষতিগ্রস্ত হয়।

পরে রাঁধুনী হোটেলের তিনতলা ভবনটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করে এবং সেখানে থাকা ব্যাংকটি সরিয়ে নিয়ে গেছে কর্তৃপক্ষ।

এ ঘটনায় ১৮ জন আহত হয়েছিলেন। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।