গাজীপুরে ‘চোলাই মদ’ বিক্রেতার কারাদণ্ড

চোলাই মদ উৎপাদন ও বিক্রির দায়ে গাজীপুরে একজনকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 Sept 2019, 06:44 AM
Updated : 12 Sept 2019, 06:44 AM

ভ্রাম্যমাণ আদালতের বিচারক গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুজ্জামান বুধবার বিকালে তাপস কুমার বর্মণকে (২৪) এ সাজা দেন।

তাপস গাজীপুর সদর থানার কুমার খাদা এলাকার কৃষ্ণ চন্দ্র বর্মনের ছেলে।

গাজীপুর নগরীর পোড়াবাড়ির র‌্যাব-১ এর ক্যাম্পের কোম্পানি কমান্ডার আব্দুল্লাহ আল মামুন বলেন, গাজীপুর ভাওয়াল ন্যাশনাল পার্কে চোলাইমদ উৎপাদন, সংরক্ষণ ও বিক্রি করা হচ্ছে খবরে র‌্যাব সদস্যরা সেখানে অভিযান চালায়। পরে সেখান থেকে ১৪ হাজার লিটার চোলাই মদ জব্দ এবং তাপসকে আটক করা হয়।  

পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাপসকে এক বছর বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০০ টাকা জরিমানা, অনাদায়ে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন বলে র‌্যাবের এ কর্মকর্তা জানান। 

তাপসের স্বীকারোক্তির বরাতে তিনি আরও বলেন, তাপস দীর্ঘদিন ধরে গাজীপুরের ন্যাশনাল পার্ক এলাকার বন বিভাগের জঙ্গলের মধ্যে চোলাই মদ তৈরি, সংরক্ষণ ও বিক্রি করে আসছিল। ন্যাশনাল পার্কে মানুষের চলাচল কম থাকার সুযোগে তারা এই অবৈধ কাজ করে। এই চোলাই দেশী মদ গাজীপুরের বিভিন্ন এলাকায় গোপনে বিক্রি করা হতো।

উদ্ধার করা চোলাই মদের বাজার মূল্য আনুমানিক ৭৯ লাখ ৮০হাজার টাকা বলে জানায় র‌্যাব।