গাইবান্ধায় পুকুরে বিষ দিয়ে মাছ মারার অভিযোগ

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় পূর্বশত্রুতার জেরে পুকুরে বিষ দিয়ে ৭০ মণ মাছ মেরে ফেলার অভিযোগ উঠেছে।

গাইবান্ধা প্রতিনিধি.বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 Sept 2019, 01:47 PM
Updated : 11 Sept 2019, 01:47 PM

সুন্দরগঞ্জ থানার ওসি এসএম আব্দুস সোবহান জানান, সোনারায় ইউনিয়নের ফতেখাঁ গ্রামের ফুল মিয়ার অভিযোগ পেয়ে তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ফুল মিয়ার অভিযোগ, গত ৪ সেপ্টেম্বর উপজেলার উদয়ন প্রি-ক্যাডেট স্কুলে চুরির ঘটনা নিয়ে প্রতিবেশী আলম মিয়ার ছেলে রুবেল মিয়ার সঙ্গে তাদের সংঘর্ষ হয়। এতে তিনিসহ পাঁচজন আহত হন।

ফুল মিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।

ফুল মিয়া বলেন, “এ নিয়ে থানায় মামলা হয়েছে। ওই ঘটনার জেরে রুবেল মিয়া ও তার লোকজন আমার তিন বিঘা জমির পুকুরে বিষ দিয়েছেন।

“এতে আমার প্রায় আড়াই লাখ টাকার ৭০ মণ মাছ মরে গেছে।”

ওসি সোবহান বলেন, “প্রতিহিংসার কারণে পুকুরে বিষ দিয়ে মাছ মারার অভিযোগের ভিত্তিতে পুলিশের ঘটনাস্থল পরিদর্শন ও তদন্ত অব্যাহত রয়েছে।

“সন্দেহভাজন অপরাধী আটক হলেই ঘটনার রহস্য উদঘাটিত হবে। কিন্তু সন্দেহভাজন রুবেল ও তার পরিারেরর লোকজন বর্তমানে পলাতক থাকায় তাদের আটক করা সম্ভব হয়নি।”