হবিগঞ্জে শিক্ষার্থীর চোখে বেত: সেই শিক্ষক বরখাস্ত

হবিগঞ্জে শিক্ষার্থীর চোখে শিক্ষকের বেতের আঘাতের ঘটনায় সেই শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

হবিগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 Sept 2019, 12:46 PM
Updated : 11 Sept 2019, 12:49 PM

বুধবার জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুর রাজ্জাক একথা জানান।

তিনি সাংবাদিকদের বলেন, এখন প্রাথমিকভাবে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পরবর্তীতে স্থায়ী বরখাস্তের জন্য ব্যবস্থা গ্রহণ করা হবে।

এছাড়াও এই শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করা হয়েছে বলেও তিনি জানান।

আব্দুর রাজ্জাক বলেন, “প্রাথমিক তদন্তে শিক্ষকের বিরুদ্ধে ঘটনার সতত্যা পাওয়া গেছে। তাই এ কঠোর ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”

চোখে বেতের আঘাতে আহত আহত ওই শিশু শিক্ষার্থী হবিগঞ্জ সদর উপজেলার যাদবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণির ছাত্রী এবং একই গ্রামের বাসিন্দা।

গত রোববার দুপুরে ক্লাস চলাকালে সহকারী শিক্ষক নিরঞ্জন দাশ তার হাতের একটি বেত ছুড়ে মারলে তা সরাসরি মেয়েটি চোখে লাগে। এতে তার চোখ থেকে রক্তক্ষরণ শুরু হয়। পরে শিক্ষার্থীরা চিৎকার শুরু করলে স্থানীয় লোকজন হাবিবাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে যায়। সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ঢাকায় পাঠানো হয়। বর্তমানে সে ঢাকার চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছে।

তিনি জানান, ওই শিক্ষককে বরখাস্তের এ আদেশ ইতিমধ্যে সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে।