গাজীপুরে ‘অজ্ঞান পার্টির’ ৪ সদস্য গ্রেপ্তার

গাজীপুরে অভিযান চালিয়ে অজ্ঞান পার্টির চার সদস্যকে অস্ত্রসহ গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 Sept 2019, 06:33 AM
Updated : 11 Sept 2019, 06:37 AM

শহরের কোনাবাড়ী এলাকার নছর মার্কেট এলাকা থেকে মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে তাদের গ্রেপ্তার করা হয় বলে র‍্যাব-১ এর কোম্পানি কমান্ডার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন জানান।

গ্রেপ্তাররা হল মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী থানার হাসাইল গ্রামের তাজুল ইসলামের ছেলে জাহাঙ্গীর আলম (৩০), শেরপুর সদর উপজেলা হেলুয়া নয়াপাড়া এলাকার জিয়াউল হকের ছেলে মো. রনি মিয়া (৩৭), কুড়িগ্রামের রৌমারী থানার জাবেদ মিয়ার ছেলে ফজিবর রহমান (১৯) ও ময়মনসিংহের ফুলপুর থানার মোহাম্মদ আক্কাস আলীর ছেলে মানিক (২০)।

আল মামুন বলেন, অজ্ঞান পার্টির কয়েকজন সদস্য ঘটনাস্থলে ছিনতাইয়ের প্রস্তুতি নিচ্ছিল খবর পেয়ে র‍্যাব সদস্যরা সেখানে অভিযান চালায়।  

“পরে সেখান থেকে চারজনকে একটি চাপাতি, দুটি ছুরি, অজ্ঞান কাজে ব্যবহৃত দশটি মলম, চারটি মোবাইল ফোন ও নগদ ছয়শ সত্তর টাকাসহ গ্রেপ্তার করা হয়।”

র‍্যাবের এ কর্মকর্তা বলেন, গ্রেপ্তাররা জিজ্ঞাসাবাদে নিজেদের গাজীপুর জেলার মলম/অজ্ঞান পার্টির সক্রিয় সদস্য বলে পরিচয় দিয়ে জানায় যে, তারা দীর্ঘদিন ধরে গাজীপুরসহ আশপাশের এলাকায় বিভিন্ন যানবাহন ও পথচারীদের কাছ থেকে ছিনতাই করে আসছিল।

এ ঘটনায় কোনাবাড়ী থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানায় র‌্যাব।