মুন্সীগঞ্জে বাস-কভার্ডভ্যান সংঘর্ষে নিহত ২

মুন্সীগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাস ও কভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত ও অন্তত ১০ জন আহত হয়েছেন।

মুন্সীগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 Sept 2019, 10:51 AM
Updated : 10 Sept 2019, 10:51 AM

মঙ্গলবার দুপুরে গজারিয়া উপজেলার দড়ি বাউশিয়ায় এই দুর্ঘটনা ঘটে। নিহতদের একজন হলেন কুমিল্লার দেবিদ্বারের মৃত চান মিয়ার ছেলে মোহাম্মদ হোসেন (৪৮)। আনুমানিক ৩০ বছর বয়সী অপর নিহত যুবকের পরিচয় পাওয়া যায়নি।

আহতদের মধ্যে পাঁচজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর ৫ জনকে গজারিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

ভবের চর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ওসি মো. কবির হোসেন খান বলেন, দুপুর ২টার দিকে ঢাকা থেকে চট্টগ্রামগামী আনন্দ পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডের উপর উঠে রং সাইডে বিপরীত দিক থেকে আসা একটি কভার্ড ভ্যানকে ধাক্কা দেয় এবং বাসটি মহাসড়কে উল্টে যায়।

“এতে ঘটনাস্থলে বাসের দুই যাত্রী মারা যান এবং ১০ যাত্রী আহত হন।”

ওসি বলেন, আহতের উদ্ধার করে প্রথমে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায় হাইওয়ে পুলিশ। পরে সেখান থেকে পাঁচজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ওসি আরও জানান, মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। লাশ দুটি ভবেরচর ফাঁড়িতে রয়েছে। বাস ও কর্ভাড ভ্যান দুটি ভবেরচর ফাঁড়িতে রয়েছে। তবে চালক পালিয়ে গেছে।