ব্রাহ্মণবাড়িয়ায় ‘প্রতিপক্ষের গুলিতে’ একজন নিহত, আটক ৪

ব্রাহ্মণবাড়িয়ায় ‘প্রতিপক্ষের গুলিতে’ এক ব্যক্তিকে নিহত হয়েছেন; এছাড়া এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 Sept 2019, 07:36 AM
Updated : 10 Sept 2019, 07:43 AM

বাঞ্ছারামপুর থানার ওসি সালাউদ্দিন চৌধুরী জানান, সোমবার রাত ১টার দিকে সলিমাবাদ ইউনিয়নের পাইকারচর গ্রামে হতাহতের এ ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে চারজনকে আটক করেছে।

নিহত সুমন মিয়া (৩৫) ওই গ্রামের মনু মিয়ার ছেলে।

প্রতীকী ছবি

আহতরা হলেন একই গ্রামের আব্দুল আওয়াল (৬০), কামরুজ্জামান (৩৭), জালাল মিয়া (৪০), মনির হোসেন (৩৫) ও করিম (৪০)।

ওসি সালাউদ্দিন প্রাথমিক তদন্তের তথ্য দিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সলিমাবাদ ইউনিয়নের তাতুয়াকান্দি গ্রামের অলি মিয়া ও ইকবাল হোসেনের মধ্যে দীর্ঘদিন ধরে নানা বিষয় নিয়ে বিরোধ চলে আসছে। এর জেরে হামলা চালিয়ে গুলি করা হয় এবং টেটা ও দা দিয়ে কুপিয়ে আহত করা হয় অন্তত ছয়জনকে।

“আহতদের বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক সুমনকে মৃত ঘোষণা করেন। অন্যদের অবস্থা খারাপ হওয়ায় ঢাকায় নিতে বলেছেন চিকিৎসক।”

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে জানিয়ে তিনি বলেন, এ ঘটনায় অভিযান চালিয়ে চারজনকে আটক করা হয়েছে। জড়িত অন্যদের ধরার চেষ্টা চলছে।