কক্সবাজারে ভারি বৃষ্টি, পাহাড় ধসে ২ শিশু নিহত

কক্সবাজারের টেকনাফে ভারি বৃষ্টিতে পাহাড় ধসে দুই শিশু নিহত হয়েছে; এছাড়া এ ঘটনায় আহত হয়েছে আরও ছয়জন।

কক্সবাজার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 Sept 2019, 06:15 AM
Updated : 10 Sept 2019, 02:02 PM

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মো. রবিউল হোসাইন জানান, মঙ্গলবার সকালে টেকনাফ পৌরশহরের নতুন পল্লান পাড়ায় হত্যাহতের এ ঘটনা ঘটে।

নিহতরা হল ওই এলাকার রবিউল আলমের ছেলে মেহেদী হাসান (৯) ও মোহাম্মদ আলমের মেয়ে আফিফা খানম (৬)।

আহতদের টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে  চিকিৎসা দেওয়া হচ্ছে।

ইউএনও রবিউল বলেন, সোমবার দিন ও রাতভর টেকনাফে মাঝারি ও ভারি বৃষ্টিপাত অব্যাহত ছিল। মঙ্গলবার সকালে ভারি বৃষ্টিপাত হলে পল্লান পাড়ায় পাহাড় ধসের ঘটনা ঘটে।

“এতে মাটিচাপা পড়েন শিশুসহ আটজন। আহতদের স্থানীয়রা উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। এ সময় চিকিৎসক দুই শিশুকে মৃত ঘোষণা করেন।”

লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।

টেকনাফে তিন-চার দিন ধরে হালকা ও মাঝারি ধরনের বৃষ্টি হচ্ছিল জানিয়ে তিনি বলেন, সোমবার মধ্যরাত থেকে ভারি বৃষ্টি শুরু হয়, যা এখনও অব্যাহত রয়েছে।