হবিগঞ্জে এএসপির গাড়িতে ডাকাতি, আটক ৪

হবিগঞ্জে এক জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপারের (এএসপি) গাড়িতে ডাকাতির কয়েকঘণ্টা পর সন্দেহভাজন চারজনকে আটক করা হয়েছে।

হবিগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 Sept 2019, 03:03 PM
Updated : 9 Sept 2019, 03:03 PM

রোববার ভোররাতে মাধবপুর উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কের বেঙ্গাডোবায় ডাকাতের কবলে পড়েন এএসপি পারভেজ আলম চৌধুরী ও তার স্ত্রী।

মাধবপুর থানার ওসি কে এম আজমিরুজ্জামান বলেন, ঢাকায় হেড কোয়ার্টারে সার্কেল এএসপিদের একটি মিটিং শেষ করে কর্মস্থলে ফিরছিলেন এএসপি পারভেজ। সঙ্গে ছিলেন স্ত্রী ও ব্যক্তিগত গাড়িচালক।

“রাত আনুমানিক আড়াইটার দিকে তাদের মাইক্রোবাসটি বেঙ্গাডোবায় পৌঁছালে একদল ডাকাত রাস্তার দুপাশে শিকল টেনে গতিরোধ করে। এরপর অস্ত্রের মুখে এএসপির স্ত্রীর গলার চেন, আংটি, নগদ টাকা ও লাগেজ নিয়ে যায়।”

ওসি আরও বলেন, খবর পেয়ে মাধবপুর থানার এসআই কামালের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে এএসপির খালি লাগেজটি উদ্ধার করেছে। ওই লাগেজে এএসপির পুলিশের পোশাক ছিল।

ওসি আজমিরুজ্জামান জানান, সোমবার চারজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অভিযান অব্যাহত রয়েছে।

এএসপি পারভেজ আলম চৌধুরীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

এ ব্যাপারে হবিগঞ্জে পুলিশ সুপার মোহাম্মদ উল্লাহ বলেন, “বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। বিস্তারিত আমার জানা নেই, খোঁজ নিয়ে বলতে হবে।”