রাবির ভর্তি পরীক্ষা: ডিপ্লোমাধারীরাও সুযোগ পাচ্ছেন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) প্রথমবারের মতো ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাচ্ছেন ডিপ্লোমাধারীরা।

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Sept 2019, 01:47 PM
Updated : 8 Sept 2019, 01:47 PM

এক্ষেত্রে তাদের ফলাফল জিপিএ-৫-এ রূপান্তর করে স্কেল নির্ধারণ করা হবে বলে বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

রোববার ভর্তি পরীক্ষার উপ-কমিটির এক সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয় বলে জনসংযোগ দপ্তরের পাঠানো এই বিজ্ঞপ্তিতে বলা হয়।

ভর্তি উপ-কমিটির সদস্য ও বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রভাষ কুমার কর্মকার বলেন, শিক্ষামন্ত্রীর পাঠানো চিঠির পরিপ্রেক্ষিতে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের আওতাধীন কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানসমূহ থেকে ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং পাশ করা শিক্ষার্থীরাও সংশ্লিষ্ট ইউনিটে আবেদন করতে পারবেন।

“তবে তাদের প্রাপ্ত জিপিএ-৫ স্কেলে নির্ধারণ করা হবে।”

তিনি আরও বলেন, “আজ থেকে ডিপ্লোমাধারীরা অনলাইনে প্রাথমিক আবেদন করতে পারবেন। আবেদন শেষ হবে বৃহস্পতিবার রাত ১২ টায়।”

এর আগে ৩ সেপ্টেম্বর দুপুর ১২টা থেকে প্রাথমিক আবেদন শুরু হয়, যা শেষ হবে ১২ সেপ্টেম্বর রাত ১২টায়। প্রাথমিক আবেদনের জন্য ৫৫ টাকা ফি দিতে হবে। এসএসসি ও এইচএসসি পরীক্ষায় ফলাফলের ভিত্তিতে প্রতি ইউনিটে ৩২ হাজার শিক্ষার্থী ১৭ থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত চ‚ড়ান্ত আবেদন করতে পারবেন। চ‚ড়ান্ত আবেদনে ফি নির্ধারণ করা হয়েছে ইউনিট প্রতি চার্জসহ ১৩২০ টাকা।

আগামী ২০ থেকে ২২ অক্টোবর বিশ্ববিদ্যালয়টিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তিপরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (http://admission.ru.ac.bd/undergraduate) পাওয়া যাবে।