কাশিমপুর কারাগারের মালখানায় অগ্নিকাণ্ড

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার ২-এর পুরনো জিনিসের মালখানায় ‘বৈদ্যুতিক শর্ট সার্কিট’ থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 Sept 2019, 06:56 AM
Updated : 7 Sept 2019, 06:56 AM

ওই মালখানায় কারাগারের নষ্ট টেলিভিশন, ফ্রিজ, কাঁথা-কম্বল ও কাগজপত্রসহ পরিত্যক্ত মালপত্র ছিল বলে জানিয়েছেন কারাগারটির জ্যেষ্ঠ সুপার সুব্রত কুমার বালা।

তিনি বলেন, শুক্রবার রাতে সেখানে অগ্নিকাণ্ডের সূত্রপাত হলে ফায়ার সার্ভিসের খবর দেওয়া হয়। তারা এসে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নেভায়।

কাশিমপুর মিনি ফায়ার স্টেশনের পরিদর্শক মো. মিরাজুল ইসলাম জানান, রাত ২টার দিকে তারা এই অগ্নিকাণ্ডের খবর পান। পরে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় তারা আগুন নেভান।

“বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর বলা যাবে।”