মুন্সীগঞ্জে ‘আইসক্রিমের ভ্যানে মাদক বিক্রি’, আটক ২

মুন্সীগঞ্জ সদর উপজেলায় আইসক্রিমের ভ্যানে মাদকদ্রব্য বিক্রির অভিযোগে দুইজনকে আটক করেছে র‌্যাব।

কেরানীগঞ্জ-দোহার-নবাবগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 Sept 2019, 10:40 AM
Updated : 6 Sept 2019, 11:02 AM

র‌্যাব ১১-এর সিপিসি ১-এর কমান্ডার পুলিশ সুপার মো. এনায়েত হোসেন মান্নান শুক্রবার সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, জেলা শহরের থানা জামে মসজিদের সামনে থেকে বৃহস্পতিবার রাতে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- উপজেলার খালইস্ট গ্রামের আব্দুল আজিজ মিয়াজীর ছেলে মো. লিয়াকত আলী মিয়াজী (৫০) ও লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার চরকাচিয়া গ্রামের আব্দুল মিজির ছেলে মো. সোহরাব (২০)।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, তারা দুইজন একটি আইসক্রিম বিক্রির ভ্যানে করে আইসক্রিম বিক্রির আড়ালে মদ রেখে বিক্রি করছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

“তাদের কাছ থেকে সাত বোতল বিদেশি মদ, তিন চাকার একটি আইসক্রিম ভ্যান, আট হাজার ৯২০ টাকা ও দুটি মোবাইল ফোনসেট জব্দ করা হয়েছে।”

তাদের বিরুদ্ধে মুন্সীগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।