দিনাজপুরে এম আব্দুর রহিমের মৃত্যুবার্ষিকীতে রক্তদান কর্মসূচি

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এম আব্দুর রহিমের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে দিনাজপুরে স্বেচ্ছায় রক্তদান ও বিনা মূল্যে চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

দিনাজপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 Sept 2019, 01:17 PM
Updated : 5 Sept 2019, 01:17 PM

বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় দিনাজপুর ইনস্টিটিউট চত্বরে এ অনুষ্ঠান উদ্বোধন করেন এম আব্দুর রহিমের ছেলে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম।

এম আব্দুর রহিম সমাজকল্যাণ ও মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্রের উদ্যোগে দিনাজপুর বিএমএ, মেডিসিন ক্লাব এবং এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের আয়োজনে এই অনুষ্ঠান হয়।

এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক খয়রুল কবীর, দিনাজপুর বিএমএর সাধারণ সম্পাদক ওয়ারেস, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ইমদাদ সরকার, এম আব্দুর রহিম সমাজকল্যাণ ও মুক্তিযুদ্ধ গবেষণাকেন্দ্রের সভাপতি সফিকুল হক ছুটু ও সাধারণ সম্পাদক চিত্ত ঘোষ, এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসক অনুষ্ঠানে ছিলেন।