মাগুরায় সরকারি সাইকেল পেল স্কুলছাত্রীরা

মাগুরায় ৩৭৫ জন স্কুলছাত্রীকে বিনামূল্যে বাইসাইকেল দেওয়া হয়েছে সরকারি একটি প্রকল্পের আওতায়।

মাগুরা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 Sept 2019, 11:01 AM
Updated : 5 Sept 2019, 11:01 AM

নারীর ক্ষমতায়ন ও বাল্য বিয়ে প্রতিরোধে অনুষ্ঠিত সমাবেশে তাদের এসব সাইকেল দেওয়া হয়।

জেলা শহরের নোমানী ময়দানে বৃহস্পতিবার সকালে সদর উপজেলা প্রশাসন এই সমাবেশ আয়োজন করে।

মাগুরা-১ (সদর) আসনের সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর, জেলা প্রশাসক মো. আলী আকবর অনুষ্ঠানে ছিলেন।

সংসদ সদস্য বলেন, সরকারি এলজিএসপি পকল্প-৩ এর আওতায় মাগুরা সদর উপজেলার ১৩টি ইউনিয়নের ৭০টি মাধ্যমিক বিদ্যালয়ের ৩৭৫ জন ছাত্রীকে এসব সাইকেল দেওয়া হয়েছে।

“সাকেল চালিয়ে শুধু স্কুলে যাওয়া নয়, প্রধান লক্ষ্য হল প্রতিটি গ্রামে একাধিক কিশোরীকে স্বেচ্ছাসেবক তৈরি করা। সাইকেলপ্রাপ্ত কিশোরীরা গ্রামে গ্রামে বাল্যবিয়ে, নারীনির্যাতন, শিশুনির্যাতন, নারী উত্ত্যক্ত প্রতিরোধসহ আত্মনির্ভরশীলতার ক্ষমতা অর্জনে শুভেচ্ছাদূতের কাজ করবে।”

সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু নাসির বাবলু, পৌরমেয়র খুরশিদ হায়দার টুটুল, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু সুফিয়ান, জেলা মহিলাবিষয়ক কর্মকর্তা ফাতেমা জহুরা অনুষ্ঠানে ছিলেন।