সাতক্ষীরায় আ.লীগ নেতা নজরুল হত্যার আসামির গুলিবিদ্ধ লাশ উদ্ধার

সাতক্ষীরায় ইউনিয়ন আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম হত্যা মামলার আসামির গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে পুলিশ বলছে, দুই দল সন্ত্রাসীর গোলাগুলিতে তিনি নিহত হয়েছেন।

সাতক্ষীরা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 Sept 2019, 05:52 AM
Updated : 5 Sept 2019, 06:10 AM

সাতক্ষীরা সদর থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে সদর উপজেলার কুচপুকুর বাইপাস সড়কের পাশ থেকে কবিরুল ইসলামের লাশ তারা উদ্ধার করেন। 

কবিরুলের বাড়ি সদরের কুচপুকুর এলাকায়। তাকে একজন ‘চিহ্নিত সন্ত্রাসী’ উল্লেখ করে পুলিশ বলছে, নজরুল হত্যাসহ কবিরুলের বিরুদ্ধে পাঁচটি হত্যা মামলা রয়েছে।

ওসির ভাষ্য, “সম্প্রতি কারাগার থেকে থেকে জামিনে মুক্তি পাওয়া কবিরুল বুধবার গভীর রাতে দুইদল সন্ত্রীদের মধ্যে গোলাগুলিতে নিহত হন।”

পরে পুলিশ গিয়ে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠায় বলে জানান তিনি। 

সাতক্ষীরা সদর উপজেলার আগরদাঁড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি নজরুল ইসলামকে গত ২২ জুলাই মোটর সাইকেলে করে বাড়ি ফেরার পথে সন্ত্রাসীরা গুলি করে হত্যা করে।