রাজশাহীতে আসামি ছিনতাই মামলায় বিএনপির অর্ধশত নেতাকর্মী

আসামি ছিনতাই ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে রাজশাহী জেলা বিএনপির ৫২ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।

রাজশাহী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 Sept 2019, 05:56 PM
Updated : 4 Sept 2019, 05:56 PM

মঙ্গলবার রাতে এসআই সইবুর রহমান বাদী হয়ে বাঘায় থানায় মামলাটি দায়ের করেন।

বাঘা থানার ওসি নজরুল ইসলাম বলেন, ২২ জনের নাম উল্লেখ করে এ মামলায় অজ্ঞাত আসামি করা হয়েছে ৩০ জনকে।

তাদের বিরুদ্ধে সরকারি কাজে বাধা ও আসামি ছিনতাইয়ের অভিযোগ আনা হয়েছে।

পুলিশ আসামিদের নাম না জানালেও তাদের মধ্যে জেলা ও উপজেলা পর্যায়ের শীর্ষ নেতারা রয়েছেন বলে জানা গেছে।

ওসি নজরুল জানান, ২০১৮ সালে প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি ও অশ্লীল ছবি তৈরি করে ফেসবুকে ছড়ানোর অভিযোগে উপজেলার সরেরহাটের বামনডাঙ্গা গ্রামের বাচ্চু সরকারের ছেলে ও জেলা ছাত্রদলের যুগ্ম-সম্পাদক শামিম আহম্মেদ সরকারের বিরুদ্ধে মামলা হয়। তারপর থেকে তিনি পলাতক। তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।

“মঙ্গলবার বাঘায় বিএনপির একটি সমাবেশে যোগ দেন শামিম। খবর পেয়ে বাঘা থানা পুলিশ ওই সমাবেশ থেকে শামিমকে ধরে। এ সময় বিএনপি নেতারা পুলিশের উপর চড়াও হয়ে শামিমকে ছিনিয়ে নেন।”