দুই বছর ইনটার্নশিপ প্রজ্ঞাপন বাতিলের দাবি

চিকিৎসকদের ইন্টার্নশিপ এক বছরের স্থলে দুই বছর করার সরকারি প্রস্তাবের প্রতিবাদে মানববন্ধন করেছেন বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের শিক্ষার্থীরা।

বগুড়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 Sept 2019, 05:31 PM
Updated : 4 Sept 2019, 05:31 PM

বুধবার কলেজ ক্যাম্পাসসহ কলেজের মূল ফটকে সমাবেশ শেষে তারা বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেন।

গত ২৭ অগাস্ট স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে ‘মেডিকেল কলেজ/ডেন্টাল কলেজ/প্রতিষ্ঠান এর এমবিবিএস/বিডিএস কোর্সের মেডিকেল শিক্ষার্থীদের ইন্টার্নশীপ প্রশিক্ষণ ও ইন্টার্নশীপ ভাতা প্রদান সংক্রান্ত নীতিমালা-২০১৯’ এর খসড়া প্রকাশ করা হয়।

এই প্রজ্ঞাপন জারি করার পর মেডিকেল শিক্ষার্থীরা আন্দোলনে নামেন।

শিক্ষার্থীদের বিক্ষোভ-প্রতিবাদের মুখে এ সংক্রান্ত নীতিমালার খসড়াটি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে সরানো হয়েছে।

পরে আরেব বিজ্ঞপ্তিতে ‘সকল অংশীজনদের সাথে আলোচনা করে চূড়ান্ত করার পূর্বে আবার ওয়েবসাইটে প্রদর্শন করা হবে বলে জানানো হয়।  

মানববন্ধনে বক্তারা বলেন, অবিলম্বে দুই বছর মেয়াদী ইনর্টানশিপ বাতিল ও শিক্ষানবিশ হিসেবে উপজেলায় এক বছর কাজ করার প্রজ্ঞাপন সরকারিভাবে বাতিল করতে হবে।

মানববন্ধনে বক্তব্য রাখেন, শেষ বর্ষের ছাত্র সাইয়াদ হক কীর্তি, ইশিতা, আসাদুল্লা আল গালিব, সৈয়দ আখতার ও ইশরাত জাহান।

মিছিল ও মানববন্ধননের সময় শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের লেখা প্লাকার্ড ধারণ করেন।