পিরোজপুরে ‘চোরাই’ গরুসহ আটক, হাসপাতালে মৃত্যু

পিরোজপুরে ‘চোরাই’ গরুসহ আহত অবস্থায় পুলিশের হাতে আটক এক ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন, যার বিরুদ্ধে সাতটি মামলা রয়েছে।

পিরোজপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 Sept 2019, 06:40 AM
Updated : 4 Sept 2019, 06:40 AM

সদর থানার এসআই মো. মনিরুজ্জামান জানান, মঙ্গলবার রাত ৩টার দিকে খবর পেয়ে তারা গিয়ে জামাল হোসেন হাওলাদার (৪৫) নামে এই ব্যক্তিকে উদ্ধার করেন।

জামাল সদর উপজেলার শারিকতলা-ডুমতিলা ইউনিয়নের কুমরিমারা আশ্রয়ণ প্রকল্পের হাতেম আলী হাওলাদারের ছেলে।

এলাকাবাসী জানান, জামালকে চোরাই গরুসহ দেখতে পেয়ে এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে পিটুনি দেয়। পরে পুলিশ আসার খবর পেয়ে তারা তাকে আহত অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায়।

এ বিষয়ে এসআই মনিরুজ্জামান বলেন, “প্রথমে রাত ২টার দিকে খবর আসে, হুলারহাটে কচা নদী দিয়ে ট্রলারে করে গরু চুরি করে নিয়ে যাচ্ছে চোররা। পুলিশ খোঁজ নেওয়া শুরু করলে রাত ৩টার দিকে খবর আসে, হুলারবন্ধর এলাকায় খালে একটি ট্রলারে চারটি চোরাই গরুসহ জামাল আহত অবস্থায় পড়ে রয়েছেন।

“তাকে উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করা হলে সকালে তার মৃত্যু হয়।”

ট্রলার থেকে চারটি গরু জব্দ করা হলেও এখনও এর মালিকের খোঁজ পাওয়া যায়নি বলে তিনি জানান।

থানার ওসি এসএম জিয়াউল হক বলেন, “জামালের নামে বিভিন্ন থানায় চুরি ও খুনসহ সাতটি মামলা রয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।”