রাজশাহীতে কনস্টেবলকে কোপানো পরিকল্পিত: পুলিশ

রাজশাহীতে কর্তব্যরত কনস্টেবলকে কোপানো পরিকল্পিত উল্লেখ করে এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

রাজশাহী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 Sept 2019, 05:57 PM
Updated : 3 Sept 2019, 06:01 PM

মঙ্গলবার বিকালে নগরের ভাটাপাড়ায় রাজশাহী ট্রাফিক বিভাগ কার্যালয় গেটে হামলায় কনস্টেবল জয়রাম কুমার গুরুতর আহত হন। মাথার পেছনে ও বাম হাতে ধারালো অস্ত্রের আঘাতে জখম হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে রাখা হয়েছে।

রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত উপ-কমিশনার গোলাম রুহুল কুদ্দুস বলেন, ঘটনার পর পুলিশ নগরজুড়ে সাঁড়াশি অভিযান পরিচালনা করে। রাত ৯টার দিকে সাহেববাজার এলাকা থেকে সন্দেহভাজন এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

তবে ওই যুবকের পরিচায় নিশ্চিত হওয়া যায়নি।

“গ্রেপ্তারের পর থেকে তাকে জিজ্ঞাসাবাদ অব্যাহত রয়েছে। তবে সে নিজের নাম ও পরিচয় বলতে চাইছে না।”

আহত কনস্টেবলের নাম জয়রাম কুমার রাজশাহী পুলিশ লাইনের এসএএফ শাখার কনস্টেবল। তবে তিনি ট্রাফিক পুলিশের সঙ্গে কর্মরত রয়েছেন।

জয়রাম কুমার বিকালে ভেড়িপাড়া মোড়ে ট্রাফিক পুলিশের চেকপোস্টে কর্মরত ছিলেন। সেখানে কাগজপত্র না থাকায় জব্দ করা একটি মোটরসাইকেল নিয়ে তিনি পাশেই অবস্থিত রাজশাহী ট্রাফিক পুলিশের সদরদপ্তরে নিয়ে যান। মোটরসাইকেলটি ট্রাফিক অফিসের ভিতরে রেখে হেলমেট হাতে বের হলে গেটের সামনে এক যুবক তাকে পেছন থেকে ধারালো অস্ত্র দিয়ে মাথায় কোপ দেয়। এ সময় সে মাটিতে পড়ে গেলে হামলাকারী জয়রামের কাছে থাকা হেলমেট ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

পরে পুলিশ তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যায়।