কক্সবাজারে কাঠবোঝাই ট্রাকে ৩০ হাজার ইয়াবা, আটক ৩

কক্সবাজারের রামুতে কাঠবোঝাই একটি ট্রাক থেকে ৩০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে; এ সময় পুলিশ তিনজনকে আটক করেছে।

কক্সবাজার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 Sept 2019, 04:33 PM
Updated : 3 Sept 2019, 04:33 PM

মঙ্গলবার বিকালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে রামু বাইপাস এলাকায় এ অভিযান চালানো হয় বলে রামু থানার ওসি আবুল খায়ের জানিয়েছেন।

আটকরা হলেন ট্রাকটির মালিক উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের থাইংখালীর আলী আহমদের ছেলে মোহাম্মদ ইউসুফ (৪২), চালক একই উপজেলার জালিয়াপালংয়ের হামিদুল হকের ছেলে খায়রুল বশর (৩৮) এবং চালক সহকারী উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা আলী হোসেনের ছেলে মোহাম্মদ ইয়াছিন (২৮)।

ওসি আবুল খায়ের বলেন, বিকালে রামুর বাইপাস এলাকা দিয়ে চট্টগ্রাম অভিমুখী কাঠবোঝাই একটি ট্রাকে ইয়াবার চালান পাচার হওয়ার খবরে পুলিশ অভিযান চালায়। এ সময় সন্দেহজনক একটি ট্রাক দেখে পুলিশ থামতে নির্দেশ দেয়।

"কিন্তু ট্রাকটি না থামিয়ে দ্রুত চালিয়ে পালানোর চেষ্টা চালায়। তখন পুলিশ ধাওয়া দিয়ে ট্রাকটিকে আটক করে। পরে গাড়িতে তল্লাশি চালিয়ে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় ৩০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।"

ওসি বলেন, চালক ও সহকারীর সঙ্গে আটক অন্য ব্যক্তি ট্রাকটির মালিক। আটকরা সংঘবদ্ধ মাদক পাচারকারী চক্রের সদস্য।

এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা করা হয়েছে বলে জানান ওসি আবুল খায়ের।