পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

লালমনিরহাটের সীমান্তের ওপারে ভারতীয় সীমান্তরক্ষা বাহিনী-বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন; এছাড়া আহত আরেকজনকে বিএসএফ আটক করেছে।

লালমনিরহাট প্রতিনিধিনীলফামারী ও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 Sept 2019, 02:27 PM
Updated : 3 Sept 2019, 02:27 PM

পাটগ্রাম উপজেলার দহগ্রাম আঙ্গরপোতা সীমান্তের ওপারে মঙ্গলবার ভোর রাতে এ ঘটনা ঘটে বলে ৫১ বিজিবি পানবাড়ী কোম্পানি কমান্ডার সুবেদার সোহেল রানা জানিয়েছেন।

নিহত বাবুল হোসেন কালু (৪২) নীলফামারীর ডিমলা উপজেলার পশ্চিম ছাতনাই ইউনিয়নের কালিগঞ্জ গ্রামের নুর মোহাম্মদের ছেলে।

আটক সাইফুলইসলাম (২০) একই উপজেলার পূর্ব ছাতনাই ইউনিয়নের ঝারশিংহের চর এলাকার গোলজার হোসেনের ছেলে। 

সুবেদার সোহেল রানা বলেন, মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে সীমান্তের ডিএমপি ৩ নম্বর পিলারের কাছ দিয়ে কয়েকজন বাংলাদেশি অবৈধভাবে গরু পারাপার করছিল।  

“এ সময় ভারতীয় উড়াল ক্যাম্পের টহল দলের বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। ওই গুলিতে ঘটনাস্থলে বাবুল হোসেন কালু নিহত হন।”

ঘটনাস্থল থেকে সাইফুল ইসলামকে বিএসএফ ধরে নিয়ে গেছে বলেও জানান সোহেল রানা। 

সুবেদার সোহেল রানা আরও বলেন, “নিহত ও আটক ব্যক্তি আমার এলাকার বাসিন্দা নয়। তারপরও বিষয়টি আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি।”