চাঁদপুরে মাদক পাচারের মামলায় নারীর কারাদণ্ড

চাঁদপুরের হাজিগঞ্জে মাদক পাচারের মামলায় এক নারীকে ছয় বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।

চাঁদপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 Sept 2019, 10:53 AM
Updated : 3 Sept 2019, 10:53 AM

মঙ্গলবার দুপুরে চাঁদপুরের জেলা ও দায়রা জজ মো. জুলফিকার আলী খাঁন এ রায় দেন।

দণ্ডিত রুমু বেগম (৩৫) চাঁদপুর পৌরসভার টোরাগড় এলাকার শেখা কায়েল বাড়ির লিটন হোসেনের স্ত্রী।

কারাদণ্ডের পাশাপাশি তাকে দশ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দিয়েছেন বিচারক।

মামলার বিবরণে বল হয়, ২০১৪ সালের ৭ নভেম্বর রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে সদর উপজেলার মহামায়া বাজারের শুভ কপি হাউজের সামনে থেকে পুলিশ অভিযান চালিয়ে রুমুসহ দুইজনকে আটক করে।পরে রুমুর শরীরে তল্লাশি করে এক হাজার ২০ ইয়াবা উদ্ধার করা হয়।

এ ঘটনায় পরদিন চাঁদপুর মডেল থানার তৎকালীন এএসআই আহসানুজ্জামান মাদক আইনে রুমুর বিরুদ্ধে মামলা করেন।

তদন্ত শেষে ওই বছরের ২৭ নভেম্বর পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করলে এ মামলার বিচারকাজ শুরু হয়।