কক্সবাজারে দোকানে আগুন লেগে নিহত ২

কক্সবাজারে রামু উপজেলার একটি বাজারে আগুন লেগে দগ্ধ হয়ে এক দোকানি ও তার কর্মচারী নিহত হয়েছেন।

কক্সবাজার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 Sept 2019, 09:47 AM
Updated : 3 Sept 2019, 09:47 AM

রামু থানার ওসি মো. আবুল খায়ের জানান, সোমবার রাত আড়াইটার দিকে উপজেলার গর্জনিয়া বাজারে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের জামছড়ি এলাকার লাল মোহাম্মদের ছেলে মুদি দোকানি ফিরোজ আহমদ (৫৫) ও দোকানের কর্মচারী আনোয়ার হোসেন (১৫)। আনোয়ার একই ইউনিয়নের শুকমনিয়া এলাকার নূর কাদেরের ছেলে।

আগুনে বাজারের চারটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে বলে পুলিশ জানিয়েছে। তবে অগ্নিকাণ্ডের কারণে সম্পর্কে পুলিশ কিছু বলতে পারেনি।

ওসি খায়ের বলেন, ভোরের দিকে ফিরোজের দোকানে আগুন লেগে তা মুহূর্তের মধ্যে আশাপাশের দোকানে ছড়িয়ে পড়ে। এ সময় স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। খবর দেওয়া হয় কক্সবাজার ফায়ার সার্ভিস স্টেশনে। পৌনে এক ঘণ্টার মধ্যে ফায়ার সার্ভিস গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তার আগেই চারটি দোকান পুড়ে ছাই হয়ে যায়।

“দোকানি ফিরোজ ও কিশোর কর্মচারী আনোয়ার ভেতরে ঘুমিয়ে ছিলেন। আগুন নিয়ন্ত্রণে আনার পরও তারা নিখোঁজ ছিলেন। পরে ভস্মীভূত দোকানে তল্লাশি করলে তাদের লাশ মেলে।”

ফিরোজের দোকান ছাড়াও দিল মোহাম্মদের ওয়ার্কশপ, আব্দুল করিমের চালের দোকান ও অধীর কর্মকারের কামারশালা আগুনে পুড়ে গেছে বলে জানান ওসি খায়ের।

ঘটনার পর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রণয় চাকমা, কচ্ছপিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু ইসমাঈল মো. নোমানসহ প্রশাসনের লোকজন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।