সাতক্ষীরায় ডেঙ্গু আক্রান্ত নারীর মৃত্যু

সাতক্ষীরায় ডেঙ্গু আক্রান্ত এক নারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বলে চিকিৎসক জানিয়েছেন।

সাতক্ষীরা প্রতিনিধি.বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 Sept 2019, 08:46 AM
Updated : 3 Sept 2019, 08:46 AM

জেলার কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক কামরুল ইসলাম বলেন, খুলনার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতে রহিমা বেগম (৫৮) নামে এই নারীরর মৃত্যু হয়।

রহিমা সাতক্ষীরার কলারোয়া উপজেলার দক্ষিণ সোনাবাড়িয়া গ্রামের ইয়াছিন আলীর স্ত্রী।

চিকিৎসক কামরুল বলেন, “রহিমা হাইপোথাইরোডিজম, ডায়াবেটিকসহ বিভিন্ন রোগে ভুগছিলেন। এরই মধ্যে তার ডেঙ্গু হলে প্রথমে সাতক্ষীরার একটি হাসপাতালে ভর্তি করা হয়।

“অবস্থার অবনতি হলে খূলনা মেডিকেল কলেজ হাসাপাতালে, সেখান থেকে খুলনার গাজী মেডিকেলে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীর অবস্থায় তিনি সোমবার রাতে মারা যান।”

রহিমাসহ সাতক্ষীরায় ডেঙ্গু আক্রান্ত মোট তিনজনের মৃত্যু হয়েছে বলে জেলার সিভিল সার্জন আবু শাহিন জানিয়েছেন।

তিনি বলেন, সাতক্ষীরায় এখন পর্যন্ত ৪৮২ জন ডেঙ্গু আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। তাদের মধ্যে চিকিৎসা নিয়ে ফিরে গেছেন ৩৪৫ জন। জেলার বিভিন্ন হাসপাতালে এখনও চিকিৎসা নিচ্ছেন ৪০ জন। মারা গেছেন তিনজন। অন্যদের উন্নত চিকিৎসার জন্য বিভিন্ন সময় অন্যান্য হাসপাতালে পাঠানো হয়েছে।