ফরিদপুরে নারী অপহরণের দায়ে একজনের যাবজ্জীবন

ফরিদপুরে এক নারীকে অপহরণের দায়ে একজনের যাবজ্জীবন দিয়েছে আদালত।

ফরিদপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 Sept 2019, 08:22 AM
Updated : 3 Sept 2019, 08:23 AM

জেলা নারী ও শিশুনির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আলমগীর কবির মঙ্গলবার এ রায় ঘোষণা করেন।

এছাড়া আদালত তাকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে। জরিমানা না দিলে তাকে আরও দুই বছর কারাভোগ করতে হবে।

সাজাপ্রাপ্ত বিপ্লব মাতুব্বর (৩৮) জেলার সালথা উপজেলার আটঘর ইউনিয়নের কাখিলাখোলা গ্রামের বাসিন্দা। বিপ্লব পলাতক রয়েছেন।

ওই আদালতের পিপি স্বপন পাল মামলার নথির বরাতে জানান, বিপ্লব ২০১১ সালের ১৫ সেপ্টেম্বর এক গৃহবধূকে অপহরণ করেন। এ ঘটনায় ওই গৃহবধূর স্বামী বাদী হয়ে আপহরণের মামলা করেন।

এ ঘটনায় পুলিশ বিপ্লবের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়।

পিপি স্বপন বলেন, সাক্ষ্য-প্রমাণ শেষে আদালত বিপ্লবকে দোষী সাব্যস্ত করে এই সাজা দিয়েছে। তবে এখন পর্যন্ত বিপ্লব ও ওই গৃহবধূর সন্ধান দিতে পারেনি পুলিশ। আটকের দিন থেকে তার সাজা কার্যকর হবে।