কক্সবাজারে জিপ-অটোরিকশা সংঘর্ষে দুই রোহিঙ্গা সহোদরসহ নিহত ৩

কক্সবাজারে জিপের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে দুই রোহিঙ্গা সহোদরসহ তিনজন নিহত হয়েছেন; আহত হয়েছেন আরও অন্তত দুইজন।

কক্সবাজার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 Sept 2019, 03:01 PM
Updated : 2 Sept 2019, 03:25 PM

সোমবার বিকাল সাড়ে ৪টার দিকে টেকনাফ উপজেলার শহীদ এটিএম জাফর আলম আরাকান সড়কের (কক্সবাজার-টেকনাফ সড়ক) হোয়াইক্যং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন টেকনাফের হ্নীলা ইউনিয়নের মোচনী ২৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা আবুল হোসেনের দুই ছেলে আইয়ুব হোসেন (১৭) ও নুর হোসেন (২৫) এবং অটোরিকশা চালক শামসুল আলম (২৮)।

আহতদের নাম ও পরিচয় জানা যায়নি। তাদের কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

হোয়াইক্যং হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই শরীফ হাসান বলেন, বিকালে শহীদ এটিএম জাফর আলম আরাকান সড়কের হোয়াইক্যং বিজিবি চেকপোস্ট সংলগ্ন এলাকায় টেকনাফমুখী বিজিবির একটি জিপের সঙ্গে বিপরীতমুখী একটি অটোরিকশার সংঘর্ষ হয়। এতে অটোরিকশার পাঁচ আরোহী আহত হন।

“আহতদের উদ্ধার করে হোয়াইক্যংয়ের চাকমারকূল রোহিঙ্গা ক্যাম্পে সেভ দ্যা চিলড্রেন হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন।”

আহত অন্যদের চিকিৎসক কক্সবাজার সদর হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন। নিহতদের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান এসআই শরীফ।