শরণার্থী শিবির থেকে ইয়াবাসহ ১ রোহিঙ্গা আটক

কক্সবাজারের উখিয়ার শরণার্থী শিবির থেকে ইয়াবাসহ এক রোহিঙ্গাকে আটক করা হয়েছে বলে র‍্যাব জানিয়েছে।

কক্সবাজার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 Sept 2019, 10:03 AM
Updated : 2 Sept 2019, 10:03 AM

সোমবার ভোরে উখিয়ার কুতুপালং নিবন্ধিত শরণার্থী শিবির থেকে শাহ আলমকে (৩১) তারা আটক করেন বলে র‍্যাব-১৫ এর সহকারী পরিচালক (গণমাধ্যম) সহকারি পুলিশ সুপার মো. মাহমুদুল হাসান মামুন জানান।

আটক শাহ আলম উখিয়ার কুতুপালং নিবন্ধিত শরণার্থী ক্যাম্প ১ এর সি-ব্লকের হাসেম মোল্লার ছেলে।

মাহমুদুল বলেন, কুতুপালং নিবন্ধিত শরণার্থী শিবিরে মাদক বিক্রেতারা শাহ আলমের বাড়িতে মাদকদ্রব্য মজুদ করার খবরে র‍্যাবের একটি দল সেখানে অভিযান চালায়।

“পরে শাহ আলমকে আটকের পর তার দেওয়া তথ্যে একটি ঘরের খাটের নিচ থেকে পলিথিন মোড়ানো ছোট একটি প্যাকেট উদ্ধার করা হয়। ওই প্যাকেট থেকে এক হাজার ইয়াবা পাওয়া যায়।"

র‍্যাবের এ কর্মকর্তা বলেন, শাহ আলম সংঘবদ্ধ মাদক চক্রের সদস্য। সে দীর্ঘদিন ধরে এ কর্মকাণ্ডে জড়িত।

এ ঘটনায় উখিয়া থানায় মামলা করা হয়েছে বলে জানান তিনি।