কক্সবাজারে র‍্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক ব্যক্তি নিহত

কক্সবাজারে র‍্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে একজন নিহত হয়েছেন; যার বিরুদ্ধে জলদস্যুতার অভিযোগে একাধিক মামলা রয়েছে বলে র‌্যাবের ভাষ্য।

কক্সবাজার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 Sept 2019, 05:34 AM
Updated : 2 Sept 2019, 05:34 AM

র‍্যাব ৭-এর গণমাধ্যম কর্মকর্তা সহকারী পুলিশ সুপার মো. মাশকুর রহমান জানান, সোমবার ভোরে মহেশখালী উপজেলার মাতারবাড়ী ইউনিয়নের সাইরার ডেইল এলাকায় গোলাগুলির এ ঘটনা ঘটে।

নিহত মো. নূরুল কাদের রানা (৩৪) ওই এলাকার নুরুল হকের ছেলে।

র‍্যাব কর্মকর্তা মাশকুর বলেন, অস্ত্রধারী লোকজন জলদস্যুতার জন্য জড়ো হয়েছে বলে খবর পেয়ে র‍্যাবের টহল দল অভিযান চালায়। ঘটনাস্থলে পৌঁছালে র‍্যাবের দিকে গুলি ছোড়ে জলদস্যুরা। র‍্যাব আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোড়ে।

“গোলাগুলি থেমে গেলে রানাকে গুলিবিদ্ধ অবস্থায় দেখা যায়। তাকে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।”

ঘটনাস্থল থেকে একটি পিস্তল, ছয়টি বন্দুক ও ৬৩টি গুলি উদ্ধার করা হয়েছে জানিয়ে তিনি বলেন, রানা একজন চিহ্নিত জলদস্যু। উপকূলীয় বিভিন্ন থানায় তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন মহেশখালী থানার ওসি প্রভাষ চন্দ্র ধর।