ফরিদপুরে গৃহবধূকে হাতুড়িপেটা ও মস্তক মুণ্ডন, স্বামী গ্রেপ্তার

ফরিদপুরে এক গৃহবধূকে মারধর ও মাথা ন্যাড়া করে দেওয়ার মামলায় তার স্বামীকে জেল হাজতে পাঠিয়েছে আদালত।

ফরিদপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 Sept 2019, 03:40 PM
Updated : 1 Sept 2019, 04:26 PM

ফরিদপুর কোতোয়ালি থানার ওসি এ এফ এম নাসিম বলেন, রোববার জেলার মুখ্য বিচারিক হাকিমের আদালত ওই ব্যক্তিকে জেল হাজতে পাঠানোর আদেশ দেয়।

তিনি জানান, শনিবার রাতে ওই গৃহবধূ মামলা করেন। এরপর মামলার আসামি মাহামুদুল হাসানকে (২৮) পুলিশ গ্রেপ্তার করেছে।

নির্যাতনের শিকার গৃহবধূ

মামলার নথি থেকে জানা যায়, এক বছর আগে জেলা শহরের রথখোলা এলাকার বাসিন্দা ওই তরুণীর সঙ্গে শহরের আলীপুর মহল্লার শাপলা সড়কের মাহামুদুলের বিয়ে হয়।

বিয়ের কিছুদিন পর থেকেই কারণে অকারণে ওই গৃহবধূর উপর তার স্বামী মানসিক ও শারীরিক নির্যাতন শুরু করেন বলে মামলায় অভিযোগ করা হয়।

মামলার বরাতে ওসি বলেন, শারীরিক নির্যাতন ফলে বৃহস্পতিবার ওই গৃহবধূ অসুস্থ হয়ে পড়লে ফরিদপুর জেনারেল হাসপাতালে চিকিৎসা নিতে যান। ওই সময় মাহামুদুল হাসান তাকে হাসপাতাল থেকে বাসায় নিয়ে আসেন।

“পরে ওই গৃহবধূর মাথার চুল কেটে ন্যাড়া করে দেওয়া হয় এবং হাতুড়ি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে পিটিয়ে আহত করা হয়। এর ফলে এক পর্যায়ে সংজ্ঞা হারিয়ে ফেলেন ওই নারী।”

ওই নারী এখন ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।