বাগেরহাটে স্ত্রী হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড

বাগেরহাটে সতেরো বছর আগে স্ত্রীকে হত্যার দায়ে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।

বাগেরহাট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 Sept 2019, 03:09 PM
Updated : 1 Sept 2019, 03:09 PM

রোববার বাগেরহাট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক এস এম সাইফুল ইসলাম আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।

দণ্ডিত এবারত আলী শেখ (বর্তমান বয়স ৪৫ বছর) বাগেরহাট সদর উপজেলার বিষ্ণুপুর গ্রামের প্রয়াত হাশেম আলী শেখের ছেলে।

মামলার নথির বরাত দিয়ে রাষ্টপক্ষের আইনজীবী সিদ্দিকুর রহমান খান সাংবাদিকদের বলেন, এবারত আলী বিয়ের পর থেকে যৌতুকের টাকার জন্য তার স্ত্রী সেলিমা বেগমকে প্রায়ই মারধর করতেন।

“২০০২ সালের ৯ ডিসেম্বর রাতে এবারত আলী তার স্ত্রীকে একই দাবিতে বেদম প্রহার করলে তার মৃত্যু হয়।”

ঘটনার পরদিন এবারত তার স্ত্রী আত্মহত্যা করেছেন বলে শ্বশুর রুস্তম আলীর কাছে প্রচার করেন।

এই ঘটনায় নিহতের বাবা রুস্তম আলী ওইদিনই বাগেরহাট মডেল থানায় এবারত আলী শেখের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই উত্তম কুমার বিশ্বাস তদন্ত শেষে ২০০৩ সালের ৭ এপ্রিল  এবারত আলীর বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।

ঘটনার সময় এবারত আলী শেখের বয়স ৩০ বছর ছিল বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী পিপি সিদ্দিকুর রহমান জানান।